ওয়াজ-মাহফিল নিয়ে আ.স.ম ফিরোজের বক্তব্যের নিন্দা জামায়াতের
৩০ জানুয়ারি জাতীয় সংসদে সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ-মাহফিল ও ধর্মীয় সভা-সমাবেশে সরকারের বাধা প্রদান সম্পর্কে জামায়াতকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ জাতীয় সংসদে জামায়াতকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা অনাকাঙ্খিত ও বিভ্রান্তিকর। জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই তিনি ঐ বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের কোনো ভিত্তি নেই। তিনি জামায়াতি শিক্ষা-দীক্ষা বলে যে আজব বক্তব্য দিয়েছেন তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। ’
বিবৃতিতে তিনি বলেন, আ.স.ম ফিরোজ তার বক্তব্যে ‘জামায়াতিপন্থায় মানুষ যাতে শিক্ষা-দীক্ষা না নেয়’ মন্তব্য করে আসলে তিনি কী বোঝাতে চেয়েছেন তা বোধগম্য নয়। প্রকৃত পক্ষে জামায়াতি শিক্ষা-দীক্ষা বলতে স্বতন্ত্র কোনো কিছু নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ইসলামী দল। জামায়াত প্রচলিত শিক্ষায় গড়ে উঠা জনগণকে নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। জামায়াত দেশের নাগরিকদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে এমনভাবে গড়ে তুলতে চায় যে, তারা দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। জামায়াতে ইসলামী দেশে সৎ যোগ্য ও আদর্শ নাগরিক তৈরির যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে এদেশের জনগণ জামায়াতকেই দেশের ভবিষ্যত বলে মনে করে। জামায়াতের এ ভূমিকাকে যারা জামায়াতি শিক্ষা-দীক্ষা বলে অভিহিত করেন জনগণ তাদের কথায় কখনো বিভ্রান্ত হবে না।’
‘আমরা আশা করি রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের বক্তব্য ও মন্তব্য প্রদানে আরো সংযত হবেন’-যোগ করেন জামায়াতের এই নায়েবে আমীর।
প্রেস বিজ্ঞপ্তি