বগুড়া উপনির্বাচন: ভোটার খরা, ভোট কেন্দ্রে কুকুরের ছবি ভাইরাল

0

বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে বিএনপি–জামায়াতের অংশগ্রহণ না থাকায় তাদের ভোটাররাও মুখ ফিরিয়ে নিয়েছে। সেই সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোটারাও কেন্দ্রে তেমন যাননি। এদিকে শহরের কেন্দ্রস্থল বগুড়া জেলা স্কুল কেন্দ্রের মাঠে শুয়ে থাকা একটি কুকুরের ছবি সামাজিত যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) ভোটার উপস্থিতি খুবই কম ছিল।

এছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, তাদের নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে এবং অনেকেকে ঠুকতেই দেয়া হয়নি। এছাড়া ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি, কেন্দ্রের বাইরে নির্বাচনী ক্যাম্প স্থাপনে বাধা ও বুথে নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে নৌকার কর্মীদের বিরুদ্ধে।

তবে নৌকার প্রার্থী অভিযোগ অস্বীকার করে বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com