ফিলিপাইনে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭০০ পেসো ছুঁয়েছে

0

‘কোনো পেঁয়াজের টপিং নেই। প্রতিটি রেস্তোরাঁ পেঁয়াজের কমতি দেখছে। আপনি সব জায়গাতেই এটাই দেখতে পাবেন।’

আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ফিলিপাইনে গত মাসে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭০০ পেসো ছুঁয়েছে, বাংলাদেশী টাকায় যার দাম ১৩৫০ টাকারও বেশি।

গোশতের চেয়ে এই দাম তো বেশিই, বরং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির দৈনিক ন্যূনতম মজুরির চেয়েও এর দাম বেশি।

সম্প্রতি কয়েক সপ্তাহে দাম কিছুটা কমে এলেও অনেক ক্রেতার জন্যই পেঁয়াজ এখনো বিলাসিতা বলেই মনে করেন সিবু শহরের পিজার দোকানদার রিজালডা মাউনস।

‘আমরা আগে প্রতিদিন তিন থেকে চার কেজি পেঁয়াজ কিনতাম। এখন আমাদের দিনে আধা কেজি কেনার সামর্থ্য আছে,’ বিবিসিকে বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের ক্রেতারাও সেটা বুঝতে পারে। কারণ কেবল রেস্তোরাঁগুলোই নয়, অনেক খাবারে পেঁয়াজের মিষ্টি স্বাদ দিতে গিয়ে পরিবারগুলোও হিমশিম খাচ্ছে।’

ফিলিপিনো খাবারের অন্যতম প্রধান এই উপাদান জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতীক হয়ে উঠেছে।

মুদ্রাস্ফীতিতে দেশটির খাবার থেকে জ্বালানি পর্যন্ত সব কিছুর দাম বেড়ে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

দেশটির প্রেসিডেন্ট ও কৃষিমন্ত্রীর দায়িত্বে থাকা ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, খাদ্যের দাম বৃদ্ধিকে ‘জরুরি পরিস্থিতি’ হিসেবে আখ্যায়িত করেছেন। এ মাসের শুরুর দিকে সরবরাহ বাড়ানোর লক্ষ্যে লাল ও হলুদ পেঁয়াজ আমদানির অনুমোদন দেন মার্কোস।

বিশেষজ্ঞরা বলছেন, ফিলিপাইনের অর্থনীতি পুনরায় চালু হওয়ায় চাহিদা বাড়ছে। অন্যদিকে কঠিন আবহাওয়া পেঁয়াজসহ খাবারের উৎপাদনকে প্রভাবিত করেছে।

আইএনজি ব্যাঙ্কের সিনিয়র অর্থনীতিবিদ নিকোলাস মাপা বলেন, ‘আগস্ট মাসে কৃষি বিভাগ প্রধান ফসলগুলোর সম্ভাব্য ঘাটতির পূর্বাভাস দিয়েছিল। কয়েক মাস পরে দুটি শক্তিশালী ঝড় আঘাত হানে যা উল্লেখযোগ্য পরিমাণে ফসলের ক্ষতি করে।’

ব্যাপক প্রভাব
সেবুর রাস্তায় স্থানীয় ও পর্যটকদের কাছে জনপ্রিয় খাবারেরও দাম বেড়েছে।

ভাজা শাকসবজি, গোশত এবং সামুদ্রিক খাবার সাধারণত পেঁয়াজ ও ভিনেগার ডিপিং সস দিয়ে পরিবেশন করা হয়।

‘পেঁয়াজ আমাদের খাবারের একটি প্রধান অংশ। এটি আমাদের খাবারের নোনতা স্বাদের বিপরীতে একটি মিষ্টি স্বাদ যোগ করে,’ বলেন অ্যালেক্স সুয়া, যিনি নিজেও দোকানে পেঁয়াজের ব্যবহার কমিয়েছেন।

তিনি আরো বলেন, ‘সরকার মূল্যবৃদ্ধি রোধে পদক্ষেপগুলো বাস্তবায়ন করছে বলে আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি, তারা দাম আরো কমানোর জন্য এ ধরনের পদক্ষেপগুলো বাস্তবায়ন অব্যাহত রাখবে।’

পেঁয়াজের চাহিদা এত বেড়েছে যে এপ্রিল লাইকা বিয়োরে নামে এক যুবতী ইলোইলো শহরে আয়োজিত তার বিয়েতে হাতে নেয়ার জন্য পেঁয়াজ দিয়ে তৈরি তোড়া বেছে নিয়েছিলেন।

‘আমি আমার বরকে জিজ্ঞেস করেছি যে আমরা ফুলের পরিবর্তে পেঁয়াজ ব্যবহার করতে পারি কি না, কেননা বিয়ের পরে ফুলগুলো শুকিয়ে যাবে আর শেষ পর্যন্ত তা ফেলে দেয়া হবে,’ একটি স্থানীয় সংবাদপত্রকে জানান বিয়ারে।

তিনি ঠাট্টার সুরে বলেন, ‘তাহলে পেঁয়াজই কেন না? তাছাড়া এটি যৌক্তিকও, কারণ বিয়ের পরেও এটি ব্যবহার করা যেতে পারে।’

দেশটিতে পেঁয়াজ পাচারের কারণে অন্যরা সমস্যায় পড়েছেন।

এই মাসের শুরুতে, ফিলিপাইন এয়ারলাইন্সের ১০ জন ক্রু সদস্যকে লাগেজে করে প্রায় ৪০ কেজি পেঁয়াজ এবং ফল পাচারের অভিযোগে তদন্তের আওতায় আনা হয়।

শুল্ক কর্মকর্তারা পরে বলেছিলেন যে তারা কোন অভিযোগের মুখোমুখি হবেন না। তবে অনুমতি ছাড়া পণ্য বহনে যাত্রীদের সতর্ক করেছিলেন।

ক্রমবর্ধমান সংকট
কৃষিমন্ত্রী হিসেবে খাদ্য উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেয়া মার্কোসের উপর এই সংকট চাপ সৃষ্টি করেছে। কিছু সংসদ সদস্য তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ফিলিপাইনের ক্রমবর্ধমান খাদ্যমূল্য নিয়ে শুনানিতে বক্তৃতা দিতে গিয়ে ফিলিপাইনের সিনেটর গ্রেস পো বলেন, ‘আগে চিনি ছিল, এখন পেঁয়াজ। রান্নাঘরের সবকিছু নিয়েই মনে হচ্ছে আমাদের শুনানি করতে হবে।’

ক্যান্টার ওয়ার্ল্ডপ্যানেল কনসালটেন্সির মেরি-অ্যান লেজোরাইন বলেন, জলবায়ু পরিবর্তনও দেশের খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি।

‘অধিকাংশ ভোক্তাদের জন্য ক্রয় ক্ষমতা সীমিত হয়েছে, যাদের এমনিতেই শুধুমাত্র অতিপ্রয়োজনীয় পণ্যের বাইরে কেনার ক্ষমতা নেই। যদি জলবায়ু পরিবর্তনের কারণে ঘাটতি দেখা দেয় এবং এর ফলে দাম বেড়ে যায়, তাহলে এটি ফিলিপাইনের ভোক্তাদের একটি বড় অংশের উপর খুব ক্ষতিকর প্রভাব ফেলবে,’ বলেন তিনি।

কিন্তু অর্থনীতিবিদ মাপা বিশ্বাস করেন যে সরকার আরো আমদানি করায় পেঁয়াজের দাম স্থিতিশীল হতে পারে।

‘তবে সময়টি দুর্ভাগ্যজনক হতে পারে, কেননা ফেব্রুয়ারিতে স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজের সাথে ফসল কাটার মৌসুমের মিলে যায়। ফসল সংগ্রহ ও আমদানি করা পণ্য- দুটোই প্রায় একইসাথে বাজারে এলে দাম নাটকীয়ভাবে কমে যেতে পারে।’

সূত্র : বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com