সাড়ে ৩৬ কোটি টাকা আত্মসাৎ: বিকল্পধারার মহাসচিব সহ ১২ জনের বিরুদ্ধে মামলা

0

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্ত্রী ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৪৭ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা হয়।

আবদুল মান্নান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধেও দুদকের ছয়টি মামলা রয়েছে।

আবদুল মান্নানের স্ত্রীর নাম উম্মে কুলসুম মান্নান, এবং তাদের দুই মেয়ে হলেন বিআইএফসির সাবেক পরিচালক তানজিলা মান্নান ও তাজরিনা মান্নান।

মামলার বাকি আসামিরা হলেন বিআইএফসির পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এএমএম জাহাঙ্গীর আলম, ম্যাক্সনেটের মালিক রইস উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক আরশাদ উল্লাহ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি আহমেদ করিম চৌধুরী এবং সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি করেন।

এর আগে গত সোমবার অনুসন্ধান কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি অনুমোদন করে কমিশন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com