ইসরাইলের হামলায় নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে একজন বয়স্ক নারীসহ নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, জেনিন শহরে পরিস্থিতি এখন ‘সঙ্কটজনক,’ বহু লোক আহত এবং অনেকের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছুতে পারেনি।
তিনি বলেন, স্থানীয় একটি হাসপাতালের শিশু ওয়ার্ডেও ইসরায়েলি টিয়ার গ্যাসে আঘাত হেনেছে।
এই হামলার ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনী স্বল্প কিছু বিবরণ প্রকাশ করেছে, তবে ইসরায়েলি মিডিয়া খবর দিয়েছে যে উগ্রবাদীদের ‘বড় হামলা’ রুখে দিতে তারা ওই অভিযান চালিয়েছে।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ বলছে, তারা বিরোধপূর্ণ জেনিনে ইসরায়েলি সৈন্যদের সাথে লড়াই করছে, এবং ইসরায়েল বারবার করে সেখানে হামলা চালাচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী যাকে সন্ত্রাস-বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করছে, সেই পটভূমিতে সম্প্রতি পশ্চিম তীরে উত্তেজনা বেড়ে গেছে।
চলতি বছর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে জঙ্গি ও বেসামরিক ব্যক্তিসহ অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত বছর ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। এদের প্রায় সবই ইসরায়েলি বাহিনীর হাতে।
সূত্র : বিবিসি