কিশোরগঞ্জের ভৈরবে কালা মিয়া হত্যার প্রতিশোধে ভাঙচুর-লুটপাট অব্যাহত

0

কিশোরগঞ্জের ভৈরবে আলোচিত কালা মিয়া হত্যার প্রতিশোধে ভাঙচুর ও লুটপাট অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিনেও থানায় কোনো পক্ষের লিখিত অভিযোগ নেই। তাই আইনগত ব্যবস্থা নিতে পারছে না বলে জানিয়েছে থানা পুলিশ।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, গত সোমবার শ্রীনগর ইউনিয়নের বুধুনগর গ্রামের আলফাজ গংরা কালা মিয়াকে হত্যা করে। এরপর থেকে গ্রেফতার আতঙ্কে তারা বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। এ সুযোগে প্রতিপক্ষের প্রায় ২৫টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে কালা মিয়া পক্ষের লোকজন। এ সময় প্রায় কোটি টাকার সম্পদ লুটপাট হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মাকছুদুল আলম বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.