সিরিয়ার ইদলিবে বিমান হামলায় কমপক্ষে ১০ বেসামরিক ব্যক্তি নিহত

0

বৃহস্পতিবার আরিহা শহরে একটি বেকারি এবং আল-সামি ক্লিনিকের কাছে এ হামলা হয়।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাশিয়ার যুদ্ধ বিমান এ হামলা করেছে। এতে তিনটি দালান ধ্বংস হয়ে গেছে। ধ্বংস স্তুপ সরাতে কয়েকটি ট্রাক লেগেছে। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে- তারা কোনও হামলা চালায়নি।

সিরিয়া ও এর সহযোগী রাশিয়া ওই এলাকায় বিমান হামলা বাড়িয়েছে। এরই মধ্যে বিদ্রোহীরা কোনঠাসা হয়ে পড়েছে। অনেক স্থান তাদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। ইদলিবের অর্ধেক এবং এর পাশের আলেপ্পো ও লাটাকিয়া এলাকাও পুনরুদ্ধার করেছে তারা।

বুধবার ইদলিবে রুশ বিমান হামলায় ২১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। তুরস্কের সহায়তায় ১২ জানুয়ারি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি হয়। এরপর রাশিয়া সেখানে আর অভিযান চালাবে না বলে জানিয়েছিলো।
.

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com