নারায়ণগঞ্জের ফতুল্লায় মরা গরুর মাংস বিক্রির সময় ব্যবসায়ী আটক

0

নারায়ণগঞ্জের ফতুল্লায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে আব্দুল হালিম (৫৫) নামের এক কসাইকে আটক করেছে পুলিশ। এ সময় মরা গরুর ২০ কেজি মাংস জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে ধর্মগঞ্জের ঢালীপাড়া বাজার থেকে মাংসসহ তাকে আটক করা হয়। আটক হালিম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, একটি অসুস্থ গরু দোকানে এনেছিলেন আব্দুল হালিম। পরে ওই গরুটি মারা যায়। তারপর গরুটি অন্য জায়গায় ফেলে দেওয়ার কথা বলে গোপনে জবাই করে মাংস বিক্রি শুরু করেন হালিম। বিষয়টি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন এক মাংস ক্রেতা।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে, এমন খবরে ধর্মগঞ্জ ঢালীপাড়া বাজারে আব্দুল হালিমের মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংসসহ আব্দুল হালিমকে আটক করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com