কারামুক্ত হলেন বিএনপি নেতা নেওয়াজ
প্রায় ১৫ দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন তিনি। নেওয়াজের ভাই ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে গত ১৫ জানুয়ারি ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের গণসংযোগ চলাকালে লালবাগ কেল্লার সামনে থেকে নেওয়াজকে গ্রেফতার করেছিল পুলিশ।
প্রসঙ্গত, নেওয়াজের বড় ভাই মীর আশরাফ আলী আজম ঢাকা দক্ষিণের ২৬ নং ওয়ার্ডে মিষ্টিকুমড়া প্রতীকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।