সৈয়দ আশরাফের সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

0

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। এই দিনে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদসহ আওয়ামী লীগের নেতারা সৈয়দ আশরাফের কবরে শ্রদ্ধা জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য শাহাবুদ্দিন ফরাজী, মারুফ আক্তার পপি, পারভীন জাহান কল্পনা, সংসদ সদস্য জাকিয়া পারভিন লিপিসহ অনেকে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে শপথ নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মোট পাঁচ বার সংসদ নির্বাচনে জয়ী হন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com