ট্রাম্পের শান্তি পরিকল্পনা নাকচ করলেন ইসরাইলের সাবেক গোয়েন্দা প্রধান

0

ইসরাইলের সাবেক গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন বর্তমানে ইসরাইলের ইনস্টিটিউট অব ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। তিনি বুধবার ওই সংস্থার এক সম্মেলনে তিনি ট্রাম্পের শান্তি পরিকল্পনা নাকচ করে দিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প যে কথিত শান্তি চুক্তি প্রকাশ করেছেন তা কোন শান্তি পরিকল্পনা নয় এমনকি তা কোনো শান্তি পরিকল্পনার ভিত্তিও হতে পারে না।

তিনি বলেন, ট্রাম্পের কথিত শান্তি চুক্তি ইসরাইলের জন্য চমৎকার কিন্তু ফিলিস্তিনিদের জন্য যে সুবিধা দেয়া হয়েছে তা মোটেই যথেষ্ট নয়। ফলে তারা এই চুক্তি গ্রহণ করবেন না।

ট্রাম্পের এ চুক্তিকে ফিলিস্তিনিদের প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অতীতে ফিলিস্তিনিদেরকে যে ধরনের প্রস্তাব দেয়া হয়েছিল এবারে শান্তি চুক্তিতে তার ছিটেফোটাও নেই। সে কারণে ফিলিস্তিনিরা এই চুক্তিকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা এ নিয়ে কোনো সংলাপে বসবে না বলে জানিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com