জেরুজালেম ফিলিস্তিনের অংশই থাকবে: হামাস

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল যে কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বা শতাব্দির সেরা চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন সে চুক্তি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস । তারা বলেছে, বলেছে, পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহর ফিলিস্তিনেরই অংশ থাকবে।পার্সটুডে

হামাস বলেছে, ট্রাম্পের পক্ষ থেকে কাগজের ওপর যে চুক্তি লেখা হয়েছে তার কোনো মূল্য নেই বরং জেরুজালেম ফিলিস্তিনেরই থাকবে। হামাসের সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি বুধবার এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে এই ডিল অব দ্যা সেঞ্চুরি প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট যখন এই চুক্তি প্রকাশ করেন তখন তার পাশে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থিত ছিলেন। কিন্তু ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সেখানে ছিলেন না। তিনি এ চুক্তিকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করার কথা বলেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com