‘জনগণের ভোটের ওপর সরকারের কোনো আস্থা নেই’

0

জনগণের ভোটের ওপর সরকারের কোনো আস্থা নেই। তাই এবার মেশিনে ভোট করতে চায় তারা। ইভিএমের মাধ্যমে নির্বাচন করতে চায়। এটা বিরাট ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বুধবার বিকেলে মগবাজারের নয়াটোলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। মওদুদ বলেন, ‘আগামীতে তরুণরাই দেশ পরিচালনা করবে। তাবিথের হাত ধরেই উত্তর সিটিতে উন্নয়ন শুরু হবে। তাবিথ উচ্চ শিক্ষিত, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন সজ্জন ব্যক্তি।

তাবিথ আউয়ালকে আপনারা ভোট দেবেন।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো রকম গুজব, ভয়ভীতি ও শঙ্কা আপনারা উপেক্ষা করবেন। ভোটের দিন আপনারা কখনও পিছপা হবেন না। আপনারা যদি ভোট কেন্দ্রে যান, তাহলে ঢাকা শহরের ধানের শীষের পক্ষের গণজোয়ার দেখতে পাবেন। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ধানের শীষের বিজয় হবে।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com