আ.লীগ নেত্রীর বাসা থেকে ১২০ ভরি স্বর্ণ ২০ লাখ টাকা লুট

0

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাসায় এক দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা বাসা থেকে নগদ ২০ লাখ টাকা ও ১২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

শনিবার রাত আড়াইটার দিকে পৌর শহরের নয়াপাড়ার বাসায় এ ঘটনা ঘটে। তবে এ সময় শাহীনা বেগম বাসায় ছিলেন না। ঢাকায় জাতীয় মহাসম্মেলনে ছিলেন।

শাহীনা বেগমের ছোটবোন উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিউলি বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাত দল বাসার পেছেনের গেটের তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাত দল নগদ ২০ লাখ টাকা, ১২০ ভরিরও বেশি স্বর্ণালংকার ও ৪টি মোবাইল ফোন নিয়ে যায়।

এ ব্যাপারে শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম জানান, কেন্দ্রীয় জাতীয় সম্মেলন থাকায় ঢাকায় ছিলাম। গভীর রাতে ডাকাত দল আমার মা-বোনসহ পরিবারের ৫ সদস্যকে জিম্মি করে প্রায় ২০ লাখ টাকা, ১২০ ভরিরও বেশি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.