চট্টগ্রামে ছাত্রদল নেতাদের উপর পুলিশি হামলা ও গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

0

চট্টগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণসহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার, জানুয়ারি ২৯, ২০২০, দুপুরে মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা ওই হামলার বিচার এবং গ্রেফতারকৃত ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বক্তারা বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক টিম চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভা করার সময়ে সেখানে পুলিশ হামলা চালায়। পরে সেখান থেকে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আলম সরদার, সহ-সাধারণ সম্পাদক নিলয় আহমেদসহ ছাত্রদল নেতা গ্রেফতার করা হয়। এই হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। এসময় গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তির দাবি জানান তারা।

এ সময় মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, মারুফ এলাহী রনি প্রমুখসহ নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com