ভোট ডাকাতি ঠেকাতে ভোটকেন্দ্রে যেতে হবে দলে দলে — মোয়াজ্জেম হোসেন আলাল

0

বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘এক যুগ হয়ে গেছে, এই ১২ বছর কেঁদেছো অনেক, এবার মুছে ফেলো চোখ, আমার ঘরের প্রতিটি ভোট ধানের শীষেই হোক।’ এই শপথটা বুকে নিয়ে আল্লাহর ওপর ভরসা রেখে যদি আমরা সবাই কেন্দ্রে যেতে পারি, তা হলে দেখবেন ভোট চোর, ভোট ডাকাতরা পালিয়েছে।

মঙ্গলবার রাজধানীর মিরপুরের কালসী এলাকার ৪ নম্বর ওয়ার্ডে ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গণসংযোগকালে এক পথসভায় তিনি এ কথা বলেন।

ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আলাল বলেন, নির্বাচনের দিন সকাল ৮টার মধ্যেই মা-বোনদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। কারণ মহিলা ভোটার বেশি উপস্থিতি থাকলে শান্তি বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে কম। তাই আপনারা ভোটের দিন সকাল সকাল মা-বোনদের ভোট দেয়ার জন্য তাগিদ দেবেন। ভোট চুরি যাদের একমাত্র সম্বল, তাদের সঙ্গে কোনো রকম সংঘর্ষে না গিয়ে যদি সকাল সকাল ভোট দিয়ে আসতে পারি, তা হলে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত।

এ সময় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, মহানগর উত্তর যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার, এসএম জাহিদুর রহমান, শরিফুল ইসলাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com