স্বৈরাচারের লোহার শিকল ভাঙ্গব —মিজানুর রহমান
আওয়ামী শাসনে মৃত মানিবক মুল্যবোধ ,মানবতাবিবর্জিত আর আহত গনতন্ত্রের আহজারীর কঠিন সময়ে চলছে বাংলাদেশ। লোহার শিকলে বন্দী গণতন্ত্রের মা। আজও সুরাহা হল না তাঁর মুক্তির ব্যাপারে। অবৈধ সরকারের নীল নকশার জালে বন্দী করে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। হবে আর হচ্ছে , জামিন হবে আর হচ্ছে এই বলে বলে বেলা গড়িয়ে সন্ধার সুর্যাস্থ হতে চলেছে। শুধু কি তাই ? বেগম জিয়াকে বন্দী ছাড়াও সন্ত্রাসের লীলাভ’মিতে আওয়ামীলীগের অবৈধ শাসন আমলে ঘটে গেল নজীরবিহীন কত হত্যাকান্ড,গুম,জেল জুলুম আর লুটপাট । বিডিআর হত্যাকান্ড তেকে শুরু করে খাদিজা , আবরার হত্যাকান্ড।অবৈধ সরকারের আমলে খালি হয়ে গেল শত মায়ের বুক। হাসিনার মদদে উথ্যান হল জঙ্গীদের। প্রাণ দিতে হল বিদেশীদেরও। বিকৃত মানসিকতার হাসিনা কুলষিত করেছে সারাদেশের রাজনৈতিক অঙ্গন। বহির্বিশ্বেও দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে বৃটিশ এমপি এন্ড্রো স্টিপেনশন বলেছিলেন বাংলাদেশে গুম,খুন এবং বিচারবহির্ভূত হত্যা কান্ড ও মিথ্যা মামলা দেশটির গনতন্ত্রের জন্য মারাতœক হমকি সরূপ। হিউম্যানরাইটস দক্ষিণ এসিয়ার ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলী বলেছিলেন, এ সরকারের আমলে পুলিশ র্যাব ডিবির পরিচয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হচ্ছে। মোটা অংকের টাকা না দিলে তাদেরকে ক্রসফায়ারের হুমকি দেয়া হচ্ছে। সরকারের বিরুদ্ধে কথা বললেই তাদেরকে রাজাকার ও জঙ্গী বানানো হচ্ছে। গুম করা হচ্ছে সাংবাদিক ও বøগারদেরও’এরকম অনেক বিদেশী বিশ্লেষকরা নানা মন্তব্য করছেন। তাহলে কতটা নিরাপদ আজ আমাদের দেশের সাধারন মানুষ আর আমাদের মানচিত্র। গনতন্ত্র পুনঃরুদ্ধারে যখনই বিরোধীদল বিএনপি- স্বীকৃত সাংবিধানিক অধিকার রাজনৈতিক কর্মসুচীর উদ্যেগ নেয় তখনই বিএনপির নেতাকমীদের উপরে নানান অত্যাচারের স্টীম রোলার চালায় অবৈধ সরকার। প্রসাশন হয়ে গেছে এখন আওয়ামীলীগের বাধ্যগত সন্তানের মত। যেন আওয়ামীলীগের ঔরসে তাদের জন্ম। প্রত্যন্ত গ্রামের একটি ছোট পানের দোকানদার থেকে শুরু করে উচ্চ মহল পর্যন্ত আজ আওয়ামী যাতাকলে আবদ্ধ । চাঁদাবাজী করছে সরকারের ছাত্রলীগ,যুবলীগ । বেপোরয়া হয়ে গেছে তারা । একবারও তাদের মাথায় আসেনা সাধারন জনগন চায় সুস্থ আর সুন্দর ভাবে বাঁচতে। মুক্তি চায় তারা একদলীয় শাসন ব্যবস্থা থেকে। দেশের মুক্তিকামী জনগন চেয়ে আছে আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের দিকে —-কি করবেন জনাব তারেক রহমান ? তারেক রহমান বিদেশে সর্বক্ষন শুধু দেশ চিন্তায় মগ্ন। পরামর্শ দিচ্ছেন দলের নেতা কর্মীদের কিভাবে দেশের গনতন্দ্রকে উদ্ধার করা যায় আন্দোলনের মধ্যদিয়ে। কি ভাবে বন্দী দশা থেকে মুক্ত করা যায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। কিন্ত কি হবে আন্দোলনের রূপরেখা দিয়ে ? যেখানেই বিএনপির নেতাকর্মীরা আন্দোলনে নামবে ,যখনই আন্দোলনের ডাক দেয়া হয় সেখানেই লেলিয়ে দেয়া হয় সরকারের পা চাটা প্রশাসনকে। প্রশাসনের সবস্তরে অবৈধ সরকার সাজিয়ে রেখেছে তার ছাত্রলীগ,যুবলীগের ক্যাডার বাহিনীকে। সত্য কথা বলতে গিয়ে বার বার মার খেতে হচ্ছে ডাকসু ভিপি নুরকে। উত্তাল ছাত্রলীগকে সামাল দেবার কেউ নেই। দুর্বার গতিতে চলছে ভারতের তাবেদারী। কেন করা হবে ভারতের তাবেদারী ? কেন ভারতের কথা শুনতে হবে ? ভারত কি বাংাদেশের কোন অংশীদার নাকি কারও কোন রক্তের আতœীয় । আওয়ামীলীগ যদি এতই গনতন্ত্রকামী দল হয় তাহলে কেন বুঝতে পারেনা বাঙ্গালীরা সবসময় স্বাধীনচেতা তারা কারও পরাধীনতা চায় না-যার জন্যইতো পাকিস্তানী শাসকগোষ্ঠীর গোলামীর জিনজির ভেংগে ছিনিয়েএনেছিল লাল সবুজের পতাকা। আজ সেই স্বাধীন দেশ, একটি মুসলিম দেশ ভারতের মত একটি হিন্দু দেশের নির্দেশনায় চলছে । এর জন্য দায়ী শেখ হাসিনা সরকার। ধ্বংস করা হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতিকে-ভারতীয় সংস্কৃতিকে লালন করা হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকায়। ভারতীয় হিন্দি সিরিয়াল দেখাকে কেন্দ্র করে প্রায়ই বাড়ছে পারিবারিক দ›দ্ব, বাড়ছে সন্ত্রাসী কর্মকান্ডের বিভিন্ন ধরন,এমনিক ষংঘর্ষ থেকে শুরু করে খুন ধর্ষণ ও বাড়ছে। কেন দেয়া হচ্ছে ভারতীয় টিভি চ্যানেলের অনুমতি। এগুলো যদি না করা হয় তাহলে ত হাসিনার দাদা আর কাকারা অসন্তুস্ট থাকেবেন। আর তাতে মসনদে বসে জনগনের রক্তদিয়ে তামাক বানিয়ে হুক্কা টানতে অসুবিধা হবে। দাদাদের কোলে দোল খেয়ে গঙ্গার পানিতে ভাসতে অসুবিধা হবে । ভারতের তাবেদারী করতে করতে এখন উনি ধর্মীয় অনুভূতি নিয়েও তোষামোদী শুরু করেছেন। প্রতিদিন সীমান্তে বিএসএফ গুলি করে হত্যা করছে নীরিহ বাংলাদেশীদের কিন্তুু হাসিনা সরকার চুপ। যেন ভারতের হাতে জিম্মি আমাদের স্বাধীনতা। সমস্ত বিশ্ববাসী আজ হাসিনার জুলুমের বিরুদ্ধে সোচ্চার। বিশ্ববাসী চায় হাসিনা শাসনের পতন , তাকিয়ে আছে নতুন সুর্যের আশায় যে সূর্য উদয় হবে গনতন্ত্রের নতুন বার্তা নিয়ে আর সেই সুর্যের উদয় হবে দেশ নায়ক তারেক রহমানের বিপ্লবী হাতে,সংগে থাকবে দেশের ১৬ কোটি মানুষ। জেলের তালা ভেঙ্গে মুক্ত হয়ে আসবেন গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া । পতন হবে এক ঘৃণিত স্বেরাচারের