নির্বাচন নিয়ে নতুন কোনো তালবাহানা জনগণ মানবে না: ডা. শাহাদাত
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ এখন প্রশাসন, বিচার বিভাগ, রাষ্ট্রযন্ত্র, এমনকি গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করে ফেলেছে। জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। ভয়ংকর আইন করে ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশের জনগণকে দাবিয়ে রাখছে। কিন্তু এসব করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না।’
তিনি বলেন, ‘একটি নিরপেক্ষ সরকারের অধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতেই হবে। যদি নিরপেক্ষ সরকার না থাকে, বিএনপি সেই নির্বাচন মেনে নেবে না। নির্বাচন নিয়ে নতুন কোনো তালবাহানা জনগণ মানবে না।’
গতকাল বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়ি সংলগ্ন নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ২৪ ডিসেম্বর শনিবার কেন্দ্রীয় বিএনপিঘোষিত গণমিছিল সফল করার লক্ষ্যে এ সভা হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে গৃহবন্দি করে রেখেছে। দেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে তুলেছিল, সেই রাষ্ট্রের মালিকানা আজ তাদের হাতে নেই। বর্তমান কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশের রাষ্ট্রকাঠামো ভেঙে চুরমার করে ফেলেছে। এ রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে।
তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ তুলে ধরেছে বিএনপি। আজকে দেশের মানুষ বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার জন্য আন্দোলন করছেন। এ আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে আগামী ২৪ ডিসেম্বর কেন্দ্রঘোষিত গণমিছিল পুরাতন রেল স্টেশন চত্বরে হবে। আমরা আশা করবো, চট্টগ্রামের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন।’