বিএনপির ২৭ দফা রূপরেখায় গণতান্ত্রিক বাম ঐক্যের পূর্ণ সমর্থন
বাংলাদেশের রাষ্ট্রকাঠামো মেরামতে গত সোমবার বিএনপি যে ২৭ দফা রূপরেখা দিয়েছে তাতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
গতকাল মঙ্গলবার সকালে গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিএনপির ২৭ দফা রূপরেখা পর্যালোচনা করে এ সমর্থন ব্যক্ত করেন জোটের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম ও পিডিপির মহাসচিব হারুন আল রশীদ খান। বিজ্ঞপ্তি।