বিএনপি-গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠক এ সপ্তাহে: মান্না

0

যুগপৎ কর্মসূচি গড়ে তোলার লক্ষ্যে এ সপ্তাহেই বৈঠকে বসছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের সমন্বিত লিয়াজোঁ কমিটি। আগামী ২২-২৩ ডিসেম্বর যেকোনও দিন এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানান গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না জানান, এ সপ্তাহেই বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের সমন্বিত লিয়াজোঁ কমিটি বৈঠক করবে। ২২-২৩ ডিসেম্বর বৈঠক হবে।

তিনি বলেন, ‘এই রূপরেখার ভিত্তিতে যুগপৎ আন্দোলন হবে। তা না- হলে আমরা হই-চই করলাম সরকার চলে গেলো। ভোট হলো এসবই হবে।’

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য এ কমিটিতে থাকবেন। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সাত জনের নাম দেওয়া হয়েছে। তারাও লিয়াজোঁ কমিটিতে থাকবেন।

এছাড়া, বিএনপির বিলুপ্ত ২০ দলীয় জোটের শরিকদের সমন্বয় করবেন নজরুল ইসলাম খান। সূত্র: বাংলাট্রিবিউন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com