জামালপুরে বিজয় দিবসের ফুল দেয়াকে কেন্দ্র করে আ.লীগের ২ গ্রুপে সংঘর্ষ

0

জামালপুরের সরিষাবাড়ীতে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লাঞ্ছিতসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে যমুনা সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যমুনা সার কারখানা এলাকায় শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের সদস্য তারাকান্দি ট্রাক ও ট্যাংকলড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিকের নেতৃত্ব শহীদ মিনারে বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে আসেন দলীয় নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে আওয়ামী লীগের অপর একটি পক্ষ হামলা চালিয়ে তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আব্দুল কুদ্দুস (৪০), লিমন (৩৫), শাহীন (৪৫), মোবারক হোসেন রাজা (৩৫), শামীম (২৫), সোহাগ (৩০), মোতালেব (৩৫), কামাল হোসেন (৪২), আলমগীরসহ (২৫) অন্তত ১০ জন আহত হন। এ সময় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিককে লাঞ্ছিত করা হয়।

এ ঘটনায় পুলিশ পোগলদিঘা ইউপি মেম্বার মোফাজ্জল হোসেন মেম্বার, আওনা ইউপি সদস্য বাবলু মিয়া, আ: জলিল, মোস্তাক, কালু মিয়া, আব্দুর রহমান, মিজানসহ আরো তিনজনকে গ্রেফতার করেছে।

এর আগে গত বৃহস্পতিবার মাছ ধরা নিয়ে ওই দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ইট-পাটকেল নিক্ষেপসহ গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।

শুক্রবারের সংঘর্ষের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তারা ফুল দিয়ে ফেরার পথে তাকে লক্ষ্য করে প্রথমে ইট-পাটকেল ছুড়ে মারা হয়। পরে তার লোকজনও ইট-পাটকেল ছুড়ে।

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, শহীদ মিনার থেকে ফেরার পথে রফিকুল ইসলামের নেতৃত্বে লোকজন তাদেরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে। এতে তার নেতৃত্বে থাকা ১০ নেতাকর্মী আহত হন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com