যুক্তরাষ্ট্রের কোনো কমান্ডার নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আইআরজিসি’র প্রধান

0

 সোমবার ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এ হুঁশিয়ারি দেন। এসময় তিনি বলেন, তার দেশের কোনো সেনা কমান্ডার হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রের একজন সেনা কমান্ডারও বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না। পার্সটুডে

ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করার পর সম্প্রতি মার্কিন কর্মকর্তারা ইরানের আরো কমান্ডারকে হত্যার হুমকি দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের হুমকির জবাবে জেনারেল সালামি এ মন্তব্য করেন।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক সৌদি মালিকানাধীন আশ-শারকুল আওসাত পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে  বলেন, ইরান যদি রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ না করে তাহলে কাসেম সোলায়মানির স্থলাভিষিক্ত ইসমাইল কায়ানিকে হত্যা করা হবে। তিনি বলেন, জেনারেল কায়ানি যদি কাসেম সোলায়মানির পথ অনুসরণ অব্যাহত রাখেন তাহলে তাকেও সোলায়মানির ভাগ্যবরণ করতে হবে।

হুকের এ বক্তব্যের জবাবে আইআরজিসি প্রধান আরো বলেন, যারা আমাদের কমান্ডারদেরকে হত্যার হুমকি দিয়েছেন যদি তারা জীবিত থাকেন তাহলে এই হুমকির জন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে। আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল অথবা অন্য যে কেউ ইরানি কমান্ডারদেরকে হুমকি দেবে তাদের কোনো কমান্ডার কোথাও নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com