আফগানিস্তানে বোম্বার্ডিয়ার ই-১১এ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করলেন মার্কিন বিমান বাহিনী প্রধান

0

মার্কিন বিমান বাহিনী প্রধান জেনারেল ডেভিড গোল্ডফেইন নিশ্চিত করেছেন তাদের একটি বোম্বার্ডিয়ার ই-১১এ যাত্রীবাহী বিমান আফগানিস্তানে বিধ্বস্ত হয়েছে। এটি সামরিক যোগাযোগের কাজে ব্যবহৃত হত। অন্যদিকে তালেবানের পক্ষ থেকে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়েছে। বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর এটি ভূপাতিত হয়। তবে ঠিক কিভাবে এটিতে আগুন ধরে যায় বা কোনো ক্ষেপণাস্ত্র বা গুলির আঘাতে তা ঘটেছে কিনা এখনো জানা যায়নি।

মার্কিন বিমান বাহিনী জানিয়েছে ওই বিমানের বৈমানিক ও ক্রুদের অবস্থা কি তা জানার চেষ্টা চলছে। মার্কিন সামরিক মুখপাত্র সনি লেগেট বলেছেন বিমানটি শত্রুর কোনো গোলা বা অন্যকিছুর আঘাতে ভূপাতিত হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে।

তবে আফগানিস্তানের গজনি প্রদেশে দেহ ইয়াক জেলায় বিমানটি বিধ্বস্ত হওয়ায় প্রাথমিকভাবে অনেকে সন্দেহ করেন যে তালেবানদের আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়। কারণ গজনি তালেবান নিয়ন্ত্রিত। এর আগে এও বলা হয় গোয়েন্দা মিশনে বিমানটি বের হয়েছিল। এবং আরেকটি সামরিক হেলিকপ্টার শাহরান শহরের কাছে ভূপাতিত হয়েছে। তবে মার্কিন সামরিক মুখপাত্র সনি লেগেট দ্বিতীয় কোনো বিমান বা কপ্টার ভূপাতিত হয়নি বলে জানান।

বোম্বার্ডিয়ার বিমান পার্বত্য এলাকায় উড্ডয়ন উপযোগী বিশেষ ধরনের বিমান এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে তথ্য সরবরাহে প্রযুক্তি সম্বলিত। বিভিন্ন সামরিক ইউনিটের সঙ্গে যোগাযোগ ও সেনা স্থানান্তরের কাজেও এধরনের বিমান ব্যবহৃত হয়ে থাকে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com