১ কোটি ২৭ লাখ দিয়েও মিলল না ‘পাস মার্ক’
লম্বা জার্নি, ক্রিকেটাররা যদি অসুস্থ হয়ে যায়; তাহলে কী উপায়। এমন কথা বিবেচনা করেই বিসিবি তাদের জন্য স্পেশাল বিমানের ব্যবস্থা করে। কিন্তু তার বিনিময়ে মিলল শুধুই শূন্যতা। তিন ম্যাচ টি২০ সিরিজ বাজেভাবে হেরেই বাড়ি ফিরছে বাংলাদেশ দল।
অথচ বিসিবির এই বাড়তি সংযোজনেই (চার্টার্ড প্লেন) কেবল খরচ হয়েছে কোটি টাকার বেশি। প্রথম দফায় পাকিস্তানের মাটিতে ২৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ছিল টাইগাররা।
বিশ্বস্ত সূত্রে জানা গেল, প্রথম দফার এই সফরের যাওয়া-আসা মিলিয়ে বিসিবির খরচ হয়েছে দেড় লাখ মার্কিন ডলার বা এক কোটি ২৭ লাখ টাকারও বেশি।
এখানেই শেষ নয়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে বাংলাদেশ দল আবার যাবে পাকিস্তানে। ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে রাওয়ালপিণ্ডিতে।
বাংলাদেশের তৃতীয় দফার সফর এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দল। তার পর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি টেস্ট ৫ এপ্রিল থেকে।