বুকের তাজা রক্ত দিয়ে হলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে বাধ্য করবো: খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ঢাকায় আজ হরতাল পালন হচ্ছে। এ হরতাল ডেকেছে আওয়ামী লীগ। বাস নাই, গাড়ি নাই। চারদিকে থমথমে। এ দিয়ে কী বুঝলেন?’
তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাতে অস্ত্র নিয়ে পিকেটিং করছে। তারা ঢাকার এন্ট্রি গেটে (প্রবেশপথে) পিকেটিং করছে। এ পিকেটিং মানুষ কখন করে? হরতাল কখন করে? সরকার কী দেশে আছে? সরকার নেই…। বাংলাদেশে কোনো সরকার আছে বলে মনেও হয় না।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজকের গণসমাবেশ থেকে ১০ দফার ঘোষণা আসছে। ঘোষণা আসুক। আমরা বলতে চাই, বুকের তাজা রক্ত দিয়ে হলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে বাধ্য করবো।’
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমাবেশ করতে এসেছে। তারা জীবন দিয়ে দেশ রক্ষা করবে। বিএনপি সমাবেশ করেছে আর সরকার হরতাল পালন করছে। আজকের সমাবেশ থেকে একটাই শপথ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।