বিএনপির বিভাগীয় গণসমাবেশ: নাশকতা নিয়ে পরস্পরবিরোধী তথ্য ডিএমপি ও ডিবি’র

0

শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির গণ সমাবেশ চলাকালে ‘নাশকতা’ নিয়ে পরস্পরবিরোধী দিয়েছেন আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কমিশনার (অপারেশন) এ কে এম হাফিজ আক্তার শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন এসে সাংবাদিকদের কাছে বলেন, ‘নয়াপল্টনে নাশকতা হতে পারে— এমন গোয়েন্দা তথ্য আছে। বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন কিছু ঘটনা ঘটেছে। তাই সমাবেশ ও মানুষের নিরাপত্তা দিয়ে অতি গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নয়াপল্টনে নাশকতা হতে পারে, এমন গোয়েন্দা তথ্য আছে, তবে আমরা আশা করি এমন কিছু হবে না।

যদিও এদিন সকালে সাড়ে ১০টায় নয়াপল্টনে নিরাপত্তা পরিদর্শনে এসে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি’র গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ বলেন, ‘নাশকতার আশঙ্কা কোথাও নেই। ঢাকা শহরে কোথাও কোনও বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করে নাই। পুলিশ নির্বিঘ্নে কাজ করছে। তারাও তাদের সমাবেশে যেতে পারছে। এ ধরনের আশঙ্কা মোটেও নেই।’

সূত্র: বাংলাট্রিবিউন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com