মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক নিয়ে যা বললেন স্ত্রী

0

বৃহস্পতিবার মধ্যরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। আটকের পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। আজ শুক্রবার ভোরে রাজধানীর উত্তরার বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

মির্জা ফখরুলের স্ত্রী বলেন, ‘ডিবি পুলিশের চারজন সদস্য বাসার ওপরে আসে এবং বাকি চারজন নিচে ছিল। সম্প্রতি তার (মির্জা ফখরুলের) নামে দুটি মামলা হয়েছে। তাই কোর্টের নির্দেশেই তাকে নিতে আসা হয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। তারা আমাদের সাথে কোনো খারাপ আচরণ করেনি।’

তিনি আরো জানান, গতকাল বৃস্পতিবার রাত ১০টা থেকে মির্জা ফখরুলের বাড়ির আশেপাশে টহল দেয় ডিবি। পর রাত ৩টার দিকে তারা বিএনপি মহাসচিবে বাসায় আসে। এরপর তাকে আটক করে দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে তারা চলে যায়। এর কিছুক্ষণ পর অপর এক ডিবি পুলিশ সদস্য মির্জা ফখরুলের ওষুধ নিতে আসেন বলেন জানান রাহাত আরা বেগম।

এদিকে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাত ৩টা ২০ মিনিটের দিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ।

এর আগে রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপি নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com