শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আওয়ামী লীগ লড়াই করছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার দল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই করছে।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে কাদের বলেন, ‘আমাদের লড়াই চলবে।’
রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকায় এরশাদবিরোধী আন্দোলনের সময় গণতন্ত্রপন্থী এই তরুণ শহীদ হওয়ার স্মরণে নূর হোসেন দিবস পালিত হয়।
কাদের বলেন, ‘গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, এটি কোনো ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন নয় যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্রকে স্বৈরাচারমুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।’