ওই পুলিশ সদস্য কোন পার্টি করেন, জিজ্ঞাসা ইশরাকের

0

গোপীবাগে আওয়ামী লীগ-বিএনপির সংর্ষের সময় ওয়ারি থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমানের একটি বক্তব্য এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে তাকে বলতে শোনা যায়,‘পরিস্থিতি এখন নরমাল, নরমাল আছে। ইশরাকের পার্টি চলে গেছে মতিঝিল এলাকায়। আর আমাদের যে পার্টিরা আছে, ওরা আছে সেন্ট্রাল উইমেন্সের সামনে।’ ফেসবুকে এ ভিডিও শেয়ার দিয়ে দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রশ্ন রেখেছেন, ‘এই পুলিশ সদস্য কোন পার্টি করে?’ এ ভিডিওটি বিপুল সংখ্যক মানুষ শেয়ার দিয়েছেন। অনেকে নানা মন্তব্যও করেছেন। মোস্তাফিজুর রহমান গণমাধ্যমের কাছে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক গণমাধ্যমকে বলেন, তিনি (মোস্তাফিজুর রহমান) ভুল করে বলে ফেলেছেন। পার্টি বলতে তিনি পুলিশের দলকে বোঝাতে চেয়েছেন।যখন তিনি গণমাধ্যমে এমন বক্তব্য দিচ্ছিলেন তখন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com