সরকারের ইশারায় পুতুল নাচের মতো নাচছে বাস মালিক সমিতি: জাহিদ হোসেন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের কাছে বর্তমান সরকারের কোনো ধরনের দ্বায়বদ্ধতা নেই। ক্ষমতাসীন থাকার কারণে তারা চোখে চশমা লাগিয়ে রেখেছে। জনগণের দুর্ভোগ তারা দেখতে পারছে না। বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করা, জনসমাগম সঙ্কচিত করা এবং গণদুর্ভোগ সৃষ্টি করার জন্য বাস-মিনিবাস মালিক সমিতির নাম ব্যবহার করা হচ্ছে। আর বাস-মিনিবাস মালিক সমিতিও সরকারের ইশারায় পুতুল নাচের মতো নাচছে।
গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের কোমরপুরের এমএ আজিজ ইন্সটিটিউশন মাঠে ফরিদপুর বিভাগীয় গণসমাবেশস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
আগামী ১২ নভেম্বর বিএনপির চলমান বিভাগীয় গণসমাবেশের অংশ হিসেবে ষষ্ঠ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে এই মাঠে।
১২ নভেম্বর ফরিদপুরে ইতিহাস রচনা করবে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় চলমান বিভাগীয় সমাবেশ হচ্ছে। পোলো গ্রাউন্ড থেকে নতুন যেই আন্দোলনের সূচনা হয়েছে সেটি আরো
তীব্র থেকে তীব্র হয়ে আগামী ১০ ডিসেম্বর ইনশাআল্লাহ প্রথম অধ্যায়ের সমাপ্তি হয়ে দ্বিতীয় অধ্যায়ের সূচনা হবে।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং জনগণকে গণতন্ত্র ও তাদের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আমাদের এ লড়াই। এ লড়াইয়ে বিএনপি শুধু রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চায়। সেজন্য দেশের আপামর জনগণকে সাথে নিয়ে এই কর্মসূচির নাম দিয়েছে গণসমাবেশ। যেখানে জনগণ এবং রাজনৈতিক নেতাকর্মী সকলের ঐক্য হবে। এবং সেখানে উপস্থিত থেকে একসাথে তারা আওয়াজ তুলবে।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক, মো: সেলিমুজ্জামান সেলিম, বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদার, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম-সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নৈয়াজ মোহাম্মদ খৈয়ম, জামালউদ্দিন হিরু, মিসেস তাহমিনা আওরঙ্গ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সোহেল রানা, বৃত্তি ও ছাত্র বিষয়ক সম্পাদক আরিফ আহমেদ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, এ বি সিদ্দিকী মিতুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল প্রমুখ উপস্থিথ ছিলেন।