বগুড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে স্কুলবাস ভাঙচুরের অভিযোগ

0

বগুড়ায় নবগঠিত জেলা ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে স্কুলবাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে শহরের সাতমাথায় বিএফ শাহীন স্কুল ও কলেজের বাস ভাঙচুর করা হয়।

তবে এসময় ওই বাসে কোনো শিক্ষার্থী ছিল না। এজন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীরা বগুড়া জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়ের কুশপুতুল দাহ করেন। দুপুর পৌনে ১২টার দিকে শহরের মুজিবমঞ্চের সামনে কুশপুতুল দাহ করার পর প্রায় শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথার দিকে যান। এসময় বিএফ শাহীন স্কুল ও কলেজের একটি বাস সাতমাথা থেকে থানার মোড়ের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা স্কুল বাসের পেছনের গ্লাসে লাঠি দিয়ে ভাঙচুর চালান।

ওই বাসে থাকা চালকের সহকারী বলেন, আমরা বাস নিয়ে যাচ্ছিলাম। এসময় অজ্ঞাতপরিচয় কিছু ছেলে এসে বাসে লাঠি দিয়ে বাড়ি দেয়। এতে পেছনের গ্লাস ভেঙে গেছে।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com