আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে: নাহিদ
দেশকে ভয়াবহ সর্বনাশের হাত থেকে রক্ষার জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে মন্তব্য করে দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এজন্য তৃণমূলের নেতারা সবাই একত্রিত হয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে।
সোমবার (৭ নভেম্বর) দিনব্যাপী সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।