দেশ রক্ষার আন্দোলনে সবাই প্রস্তুত থাকুন: হেলাল

0
পঁচাত্তরের ৭ নভেম্বরের পরাজিত শক্তি ওয়ান-ইলেভেনের মাধ্যমে আবারও আবির্ভূত হয়েছে। এই অপশক্তি পিলখানায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর ওপর আক্রমণ করেছে। আর গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আঘাত করেছে। অচিরেই বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশ রক্ষার আন্দোলনের ডাক দেবেন।

 

সোমবার (৭ নভেম্বর) ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এ কথা বলেন।

 

তিনি বলেন, দেশ রক্ষার আন্দোলনে সবাই প্রস্তুত থাকুন । এ সরকারকে পতন করার জন্য দেশ অচল করে দিয়ে সেই আন্দোলনে বিজয় ছিনিয়ে আনতে হবে।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com