দুঃশাসন ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশ বিপজ্জনক পরিণতির দিকে যাচ্ছে: রব

0

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘অপশাসন, দুঃশাসন ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশ বিপজ্জনক পরিণতির দিকে যাচ্ছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংকট নিয়ন্ত্রণহীন পর্যায়ে চলে যাচ্ছে। সরকারের অদক্ষতা, তথ্য ও উপাত্ত নিয়ে স্ববিরোধিতা কার্যত বিরূপ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে ফেলছে। রাষ্ট্র এখন নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি।’

সোমবার ৭ নভেম্বর ‘সিপাহী গণভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেএসডি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রব বলেন, ‘সংকট আরও গভীরতর হলে আইএমএফের খুঁটিও সে ভার বইবার মত যথেষ্ট উপযোগী হবে বলে প্রতীয়মান হয় না। এ অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে অবিলম্বে সকল রাজনৈতিক দল ও পেশাজীবী সামাজিক শক্তির অংশিদারিত্বে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ‘জাতীয় রোডম্যাপ’ প্রণয়ন করা জরুরি কর্তব্য।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com