প্রজাতন্ত্র দিবসে লন্ডনের রাস্তায় সিএএ ও এনআরসির প্রতিবাদে ২০০০ মানুষের মিছিল

0

 ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে এবং দেশে এই আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন তাদের পাশে দাঁড়াতে রোববার লন্ডনের রাস্তায় জড়ো হয় সেখনে বসবাসরত ভারতীয়রা। এসময় লণ্ডনের রাজপথে বড়বড় করে লেখা ছিলো ‘ভারতে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হও’।

মিছিলটি ডাউনিং স্ট্রিট থেকে শুরু হয়ে ভারতীয় হাই কমিশনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পৌঁছে একদল মানুষ ব্যারিকেডের মধ্যে নামাজ আদায় করেন এবং একইসঙ্গে প্রতিবাদ চলতে থাকে। যারা প্রতিবাদে সামিল হইয়েছিলেন তাদের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠিও লেখা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা খোলা চিঠিতে আহবান জানানো হয়, যেনো সিএএ মুছে ফেলা হয় এবং এনআরসি এবং এনপিআর তুলে নেয়া হয়।

এসময় বিক্ষোভকারীরা কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ,কাশ্মীরের নেতাদের গৃহবন্দি করে রাখা,অযোধ্যা মামলার রায়, সংশোধিত নাগরিকত্ব আইন এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোর সমালোচনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com