সত্যিকারের ইন্টেলিজেন্স হলো মানুষের মাথা, মানুষের মেধা: মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবে সবকিছুর অধিকারী হবে মানুষ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই আমরা বলি, এর পেছনে সত্যিকারের ইন্টেলিজেন্স হলো মানুষের মাথা, মানুষের মেধা।
শনিবার (৫ নভেম্বর) রাতে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগম মতিয়া চৌধুরী বলেন, এখন আর গ্রামে লাঙ্গল দিয়ে হালচাষ হয় না। যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে সর্বত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার ছাত্রী, কিন্তু তিনি আধুনিক বিজ্ঞানমনস্ক মানুষ।
বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা চারপাশে তাকালেই দেখি সব কর্মে সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেন বঙ্গবন্ধু।