শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন: ড. সেলিম

0

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বিএনপি যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই অরাজকতা সৃষ্টির চেষ্টা করুক না কেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য দেশের মানুষ শেখ হাসিনাকেই আবার নির্বাচিত করবে।

দেশের মানুষ বেইমান নয়।

গতকাল শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. সেলিম মাহমুদ বলেন, আওয়ামী লীগকে উৎখাত করা সহজ নয়। দেশে এমন কোনো শক্তি নেই, যে শক্তি জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com