আওয়ামী লীগ এবারের পরীক্ষায় নকল করেও পাস করতে পারবে না: আমীর খসরু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়া চাইলে আওয়ামী লীগের মতো গুম-খুন করে ক্ষমতায় থাকতে পারতেন। তিনি গণতন্ত্র বিশ্বাস করেন তাই দেশের শান্তি ও উন্নয়নের জন্য ক্ষমতা ধরে রাখেননি।

শনিবার (০৫ নভেম্বর) বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসব কথা বলেন তিনি

আমীর খসরু বলেন, ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন আর ২০১৮ সালে নিশিরাতের নির্বাচনে অবৈধভাবে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে রেখেছে। পুলিশ-র‌্যাব-সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে এখন টিকে রয়েছে। আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, ভোট চুরি তো গেলো, দেশ চুরির কী হবে? মানুষকে খাওয়ানোর পয়সা নাই, কিন্তু ভোট চুরির মেশিন কেনার পয়সা আছে। আওয়ামী লীগ কি আলাউদ্দিনের চেরাগ পেয়েছে? দুবাইসহ সারা বিশ্বে তাদের টাকা জমা আছে। ঘুষ ছাড়া দেশের কোনো মানুষ কাজ করতে পারে না। এবারের পরীক্ষায় আওয়ামী লীগ নকল করেও পাস করতে পারবে না। খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করেও যেমন কাজ হবে না, তেমনি মামলা দিয়েও কাজ হবে না। দেশে খুন-গুম হওয়া থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সব কিছুর কারণ ভোট চুরি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com