বিএনপি ‘টেক ব্যাক’ বাংলাদেশ বলে দেশকে পিছিয়ে নিতে চায়: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির পলাতক নেতা ‘টেক ব্যাক’ বাংলাদেশ বলে স্লোগান তুলেছেন। সেই স্লোগান এখন বিএনপির স্লোগান। মির্জা ফখরুল সাহেবও এই স্লোগান দিচ্ছেন। আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই, ‘টেক ব্যাক’ বাংলাদেশ বলে আপনারা দেশকে পিছিয়ে নিতে চান?
শনিবার বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, গোটা বিশ্বের কাছে আজ প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ সবচেয়ে সমৃদ্ধ। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতির মাধ্যমে দেশকে নিঃশেষ করে দিয়েছিল। একটি ভিখারি রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে।