বিয়ে করলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য

0

অবশেষে বিয়ে করলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার সাহেদ প্যালেসে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

কনে চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি পেশায় একজন প্রাথমিক শিক্ষক।

বিয়ে অনুষ্ঠানে পরিবারের সদস্য ও নিকটতম রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের বর্তমান বয়স ৫৪ বছর। এ বয়সে এসে বিয়ে করা প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণই আমার সব। রাজনীতি করার কারণে এতদিন বিয়ে করা হয়নি। অবশেষে মনে হয়েছে জীবনে চলার পথে একজন জীবনসঙ্গী দরকার। এটি আগামীর লড়াই-সংগ্রামে আমাকে অনুপ্রাণিত করবে।’

মাসুদ অরুন মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আহমদ আলীর বড় ছেলে। তিনি ২০০১ সালে বিএনপির সরকারের আমলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com