এদেশে দুর্ভিক্ষ হবে না, দেশের উৎপাদন দিয়েই খাদ্য সংকট মোকাবিলা করা হবে: খাদ্যমন্ত্রী

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন- ‘করোনাকালে কোনো মানুষ খাদ্যের অভাবে মারা যায়নি। ৩৩৩ নম্বরে ফোন করে মানুষ সহায়তা পেয়েছে। এদেশে দুর্ভিক্ষ হবে না। দেশের উৎপাদন দিয়েই খাদ্য সংকট মোকাবিলা করা হবে।’

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পারইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ে কাজ করে গেছেন। দেশের মানুষের জন্য তার ত্যাগ অতুলনীয়। অথচ, বঙ্গবন্ধুর হত্যাকারীদের এদেশে রাজনীতি করার সুযোগ দেন জিয়াউর রহমান। সেই স্বাধীনতা বিরোধীদের সংসদে নিয়ে গেছেন ও মন্ত্রী বানিয়ে গাড়িতে লাল সবুজ পতাকা উড়াতে সাহায্য করেছেন বেগম জিয়া। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারিনি। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বিএনপি। তাদের নেতাকর্মীদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে।’’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com