মৌলভীবাজারের কমলগঞ্জে অস্ত্রসহ ভারতীয় ৪ নাগরিক আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে বাঘাছড়া চা বাগানে রাঙ্গে নামক স্থান থেকে অস্ত্রসহ ভারতীয় চার নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে বন্যপ্রাণী ত্রিপুরা রাজ্য থেকে ছয় ভারতীয় নাগরিক বাংলাদেশের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘা ছড়া চা বাগানে অনুপ্রবেশ করে। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।
আটককৃতরা হলেন, সতিন্দ্র রিয়াং (২১) নিরঞ্জ রিয়াং (২৮) সম্রাট রিয়াং (২১) ও সুমিরন রিয়াং (৩১)। তাদের সঙ্গে আরও দু’জন ছিলেন। তারা পালিয়ে গেছে। তাদের কাছ থেকে মোট ছয়টি এক নলাকা বন্ধুক ও ১০টি কার্টিজ পাওয়া গেছে।