বিএনপির সমাবেশ: কোনো কারণ ছাড়াই বরিশালে যাতায়াতের সব রুট বন্ধ, বিপাকে মানুষ

0
সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই স্পিডবোটের পর এবার বন্ধ রয়েছে ব‌রিশাল-‌ভোলা রুটের লঞ্চ চলাচল। ফলে বরিশাল নদী বন্দর থেকে কোনো লঞ্চ যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়‌নি। অপরদিকে ভোলা থেকেও কোনো লঞ্চ ব‌রিশালে আসে‌নি। বেশ কয়েকদিন আগে থেকেই গণপরিবহন বন্ধ করার ঘোষণা দিয়েছে বাস শ্রমিক মালিক সমিতি। এমনি বিভাগীয় শহরের সকল হোটেল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিকরা। ফলে সব মিলিয়ে এক নাস্তানাবুদ বরিশালের মানুষ।

 

বৃহস্প‌তিবার (৩ নভেম্বর) সকালে ব‌রিশাল-‌ভোলা রুটের লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইড‌ব্লিউ‌টিএ) নৌ নিরাপত্তা ও ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভাগের প‌রিদর্শক ক‌বির হোসেন।

 

তবে লঞ্চ চলাচল বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি ব‌রিশালের লঞ্চ মা‌লিক স‌মি‌তি। এদিকে, বিএন‌পি নেতারা বলছে— ৫ নভেম্বর ব‌রিশালে বিএন‌পির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করেই নৌযানগুলো বন্ধ করা হয়েছে।

 

বিএন‌পির ব‌রিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলসিক জাহান শিরিন বলেন, ‘কোনো কিছুতেই ব‌রিশালের গণসমাবেশে জনস্রোত ঠেকানো যাবে না। প্রয়োজনে নেতাকর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটে, সাইকেলে, ট্রলার ও নৌকায় চেপে আসবেন।’

 

এদিকে, ব‌রিশাল-‌ভোলা রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা।

 

শামীম আহসান নামের এক যাত্রী বলেন, ‘চাকরির সুবাদে প্রতি সপ্তাহে এ রুটে যাতায়াত করতে হয়। আজ হঠাৎ করেই কোন লঞ্চ চলাচল না করায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে।’

 

জব্বার মুনশি নামে অপর এক যাত্রী বলেন, ‘লঞ্চ চলাচল বন্ধ দেখে স্পিডবোট ঘাটে গিয়েছি। পরে দেখি স্পিডবোটও বন্ধ আছে। লঞ্চ এবং স্পিডবোট থাকায় চরম ভোগান্তিতে পরতে হয়েছে।’
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com