সরকার একটা চিকন গাছের ডালের উপর বসে আছে, যেকোনো সময় গাছটা ভেঙ্গে যাবে: রিজভী

0

বর্তমান সরকার একটা চিকন গাছের ডালের উপর বসে আছে। যেকোনো সময় সেই গাছটা ভেঙ্গে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই ভয় থেকেই তারা তারেক রহমান এবং তার সহধর্মীনি জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে।

গতকাল বুধবার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের উদ্দেশে বিএনপির এই মুখপাত্র বলেন, “তাপস সাহেব বলেছেন, ‘৫ তারিখে বরিশালে বিএনপির সমাবেশ হবে। সেখানে আমার মামাতো ভাই আছে, সেই যথেষ্ট বিএনপির সমাবেশ ঠেকাতে।’ তাপস সাহেব, আপনাকে বলতে চাই, আপনি তো ব্যারিস্টারি পাস করেছেন। কিন্তু আপনার কথাবার্তা গুন্ডাদের মতো।”

রিজভী বলেন, ‘বিএনপির সমাবেশগুলোতে মানুষ উপচে পড়ছে। তারা (আওয়ামী লীগ) জনগণকে বাধা দেয়ার জন্য, রাস্তা বাস-ট্রাক সব বন্ধ করে দিয়েছে কিন্তু জনগণ সাইকেলে করে, নদী সাঁতরিয়ে জনসমাবেশে উপস্থিত হয়েছে। আর এটা দেখে আওয়ামী লীগ হিংসা করছে যে তারেক রহমানের নামে এত মামলা দিলাম তারপরও তার কথা দেশের জনগণ এত শুনে কেন।’

রিজভী আরো বলেন, ‘সরকার একটা চিকন গাছের ডালের উপর বসে আছে। যেকোনো সময় সেই গাছটা ভেঙ্গে পড়ে যাবে। এই ভয় থেকেই তিনি তারেক রহমান এবং তার সহধর্মীনি জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে।’

রিজভী বলেন, ‘তারেক রহমান ও তার সহধর্মিনীর বিরুদ্ধে মামলা করায় তীব্র ঘৃণা প্রকাশ করছি। সরকারের এই ঘৃণ্য চক্রান্তের কারণে বিএনপির যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ সব অঙ্গ সংগঠন প্রতিবাদে প্রতিরোধে ফুসে উঠেছে। তারা রাজপথ দখল করে ছাড়বে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com