গুলি চললে বুক চিতিয়ে দেবো, তবু সরে দাঁড়াবো না — ইশরাক হোসেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার কারণে গুলি খেতে হলে শাপলা চত্বরে বুক চিতিয়ে দেবো। তবুও মানুষের অধিকার আদায়ের পথ থেকে সরে দাঁড়াবো না।
রবিবার, জানুয়ারি ২৬, ২০২০, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে নির্বাচনী প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, শুধু ঢাকা নয়- পুরো দেশে আজ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি সকলে নির্ভয়ে দল বেঁধে ভোটকেন্দ্রে যাবেন। আমরা গণতন্ত্র ও নিজেদের অধিকার রক্ষার আন্দোলনে রয়েছি। এ আন্দলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করবো। প্রয়োজনে রক্ত দেবো, জীবন দেবো, তবুও বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাআল্লাহ।
ইশরাক আরও বলেন, জনগণ আজকে জাগ্রত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল- জনগণ হবে রাষ্ট্রের মালিক, জনগণ হবে দেশের মালিক, জনগণ হবে ক্ষমতার মালিক। জনগণ নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে, জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আগামী ১ ফেব্রুয়ারি সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রাথমিক বিজয় ছিনিয়ে আনতে হবে।
#DSCCPolls2020 #ডিএসসিসি২০২০
#VoteForIshraque #ইশরাককেভোটদিন
#VoteDhanersheesh #ধানেরশীষেভোটদিন