৭২ এ পা রাখলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের ৭১তম জন্মদিন আজ (মঙ্গলবার)। ৭২ বছরে পা রাখলেন তিনি। জন্মদিন উপলক্ষে তাকে সকালে ফুল পাঠিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দীন নসু।
এদিকে, মঙ্গলবার (১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গয়েশ্বরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তাঁতী দলের খন্দকার হেলাল উদ্দিনসহ বিভিন্ন নেতাকর্মীরা।
এছাড়া গয়েশ্বরের নির্বাচনী এলাকা দক্ষিণ কেরানীগঞ্জের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে ও কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।