আ.লীগ বিচার ব্যবস্থা ও প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে

0

আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ও প্রশাসনকে ধ্বংস করেছে। বিচার ব্যবস্থাকে পুরোপুরিভাবে দলীয়করণ করায় মানুষ ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং বার হলে সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, বিচার বিভাগ লাগামহীন দলীয়করণ করে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল নামবে। এই ফ্যাসিস্ট সরকার জনরোষ থেকে রেহাই পাবে না। তাই জাতীর এই ক্রান্তিলগ্নে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশ পরিচালনায় সম্পূর্ণরুপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের লুটপাটে দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে। চারদিকে কেবল হাহাকার চলছে। জনগণ এই অপশাসনের ভার বইতে পারছে না।

তিনি বলেন, সরকার নাকি লোডশেডিং জাদুঘরে পাঠিয়েছে। তাহলে এখন শতভাগ বিদ্যুৎ কোথায় গেল? বিদ্যুতের কারণে দেশের কলকারখানার উৎপাদন ব্যবহৃত হচ্ছে। কৃষি মৌসুমে কৃষকরা জমিতে সেচ দিতে পারছে না।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেটের সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com