প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো: ইনু

0

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশের সংকট সমাধানে সময় প্রয়োজন। এই সংকটকে পুঁজি করে স্বাধীনতাবিরোধীরা নির্বাচনকে বানচাল করতে চায়। তারা ক্ষমতা দখল করতে চায়। সেটি হতে দেওয়া হবে না। আমরা দেশকে তালেবান বানাতে দেবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।

সোমবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ২০২৩ সালের নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ, দেশের বিদ্যমান সংকট সমাধানে যুদ্ধ এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে যুদ্ধ করা হবে। এই যুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার তীর ছুড়তে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আমরা বিজয়ী হবো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com