ইশরাক হোসেন তার বক্তব্যের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইশরাক হোসেন যে বক্তব্য দিয়েছেন, আমি বিশ্বাস করি ঢাকা মহানগরীতে এমন কোন প্রার্থী দাঁড়ায়নি যে তার সামনে এসে কথা বলতে পারবে। এটা আমার গর্ব না, এটা আমার অহংকার না, এটা হচ্ছে বাস্তবতা। সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন যদি মেয়র হয় তাহলে ঢাকা শহরে নয়নের মণি হয়ে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।
রোববার সকালে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ইশরাক হোসেন তার বক্তব্যের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বলে আমি বিশ্বাস করি। ইশরাকের বাবা সাদেক হোসেন খোকা এবং আমি মির্জা আব্বাস ঢাকা শহরের সাবেক মেয়র ছিলাম। আমি বিশ্বাস করি ইশরাক হোসেন তার বাবা এবং চাচার সেই অভিজ্ঞতা ও সাহস কাজে লাগিয়ে আপনাদের পাশে থাকবে।