নোয়াখালীর হাতিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (৩০ অক্টোবর) সকালে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বেজুগালিয়ায় বসু ব্যাপারির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম সুরমা বেগম (১৯)। ঘটনার পর পরই স্বামী নাজিম উদ্দিন আত্মগোপনে চলে গেছেন।
অভিযুক্ত স্বামী নাজিম উদ্দিন একই এলাকার মৃত বশির উল্লাহর ছেলে। খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
এদিকে নিহত সুরমা বেগমের মা সাফিয়া বেগম জানান, ‘প্রায় সাত মাস আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। আমার মেয়েকে তার স্বামী নাজিম উদ্দিন প্রায়ই মারধর করত। মেয়ে অনেকটা নিরবে এসব অত্যাচার সহ্য করত। আমরা মেয়েকে অনেক সাত্ত্বনা দিয়ে রাখতাম।’
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে সুরমা তার বাবার বাড়িতে ভাবির মোবাইলে ফোন করে জানান, মাকে আসতে বলুন। আমাকে মনে হয় মেরে ফেলবে। এরপর সকাল আনুমানিক ৮টার পর স্বামী নাজিম একই মোবাইলে ফোন করে জানান, আপনাদের মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে। আপনারা তাড়াতাড়ি আসেন। খবর শুনে সুরমার মা-বাবা ও আত্মীয়-স্বজন গিয়ে দেখে সুরমার লাশ চৌকিতে পড়ে আছে। লোকজন উপস্থিত হওয়ার আগেই স্বামী নাজিম উদ্দিন বাড়ি থেকে পালিয়ে গেছেন।